জেলা প্রতিনিধি:
করোনা পরিস্থির মধ্যে খুলে দেয়া হচ্ছে দোকানপাট, শপিং মল। শিথিল করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিনের মতো আজও রাজধানীতে ঢুকছে হাজার হাজার মানুষ। দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়ে ফেরিঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ মানছে না সামাজিক দূরত্ব। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ।
বৃহস্পতিবার (০৭ মে) দৌলতদিয়ায় দেখা গেছে ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাইক্রোবাস ও শত শত মোটরসাইকেল যাত্রী নিয়ে চলাচল করছে। মানুষ যেমন ঢাকায় প্রবেশ করছে, তেমন ঢাকা থেকেও বের হচ্ছে। যাত্রীদের চাপে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা, মানুষের এত ভিড় যে ফেরিঘাটের পল্টুনে পা রাখারও জায়গা নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে দেশে সব ধরনের গণপরিবহনের পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মাত্র দুটি বড় ও চারটি ছোট ফেরি চলাচল করছে। এই ফেরিগুলোতেই মানুষ অবাধে নদী পারাপার হচ্ছেন। বিকালে যানবাহন ও মানুষের সংখ্যা বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হচ্ছে।