নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী একেএম রাসেল এ তথ্য করেন।
ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পজিটিভ ও আইসোলেশন ওয়ার্ড মিলে ১৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পজিটিভ ৬৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে ১০১ জন ভর্তি আছেন।
২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে ৭ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩১ জন। ছাড়পত্র নিয়েছেন ১৭ জন এবং করোনা পজিটিভ হয়ে দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও দুইজন মৃত্যুবরণ করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৭ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৭ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। এক দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৬টি।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, প্রতি দিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দু-চারজন করে মারাও যাচ্ছেন। এটি কাম্য নয়। তবে স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের হারে এভাবে বাড়তে থাকলে সামনের আরও খারাপ হতে পারে।
সান নিউজ/এসএ