নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের সংঘর্ষে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুলাই) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি বেগম (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পরিবারের লোকজন তাদের নিজস্ব স্পিডবোটে করে সোমবার বিকেলে এলাকার বাদাঘাট বাজারে আসেন। এ সময় স্পিডবোটের চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে তাদের সঙ্গে ছিলেন।
বাজারে কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথে পাটলাই নদীর বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি ডুবে যায়।
এ সময় স্পিডবোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে রুমি নিখোঁজ হন। পরে লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন। আহত স্পিডবোটের এক নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্পিডবোট ও বাল্কহেডে সংঘর্ষের পর স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি ডুবে যায়। এতে দুজন পানিতে ডুবে মারা গেছেন।
সান নিউজ/এসএ