নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত হবে। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার(১৯ জুলাই)ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইনস মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে যার যার সুবিধামতো সময়ে ঈদের জামাত হবে।
এদিকে, জেলা সদর বাদে অন্য ৪টি উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা সাপেক্ষে ঈদের জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নিতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব জামাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
সান নিউজ/এসএ