মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিনা অনুমোদনে ৩ টি অবৈধ পশুরহাট বসানো হয়েছিল। গতকাল শনিবার বিকেলে দুইটি ও আজ (১৮ জুলাই) রোববার সকালে একটি মোট ৩ টি অবৈধ পশুরহাট উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনব কুমার ঘোষ বলেন, উপজেলার হাসাড়া ও ষোলঘড় এলাকায় দুটি পশুরহাট গতকাল বিকেল ও আজ সকালে গাদিঘাট এলাকায় একটি অবৈধ পশুরহাট উচ্ছেদ করা হয়েছে। উপজেলায় কোন অবৈধ পশুরহাট বসতে দেয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, উপজেলা প্রশাসন ১ টি স্থায়ী ও ৫ টি অস্থায়ী পশুরহাটের ইজারাদারকে নির্দেশ প্রদান করেছি। এ ৬ টি হাট ছাড়া অন্যকোন স্থানে হাট বসলে উপজেলা প্রশাসনকে জানানোর জন্য।
জানা যায়, শ্রীনগর উপজেলায় এবছর ঈদুল আজহা বা কোরবানীর ঈদ উপলক্ষে ৫ টি অস্হায়ী পশুরহাট জেলা প্রশাসন ইজারা প্রদান করেছেন। সে অনুযায়ী স্থায়ী ১ টি এবং অস্থায়ী ৫ টি সহ মোট ৬ পশুরহাটের বাহিরে অন্যকোন পশুরহাট বসানো যাবেনা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সাননিউজ/ জেআই