নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ২১ জন। এর মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যু গেছেন আরও ৫ জন।
মৃতরা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো।
শনিবার( ১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাক্তার মো. সিদ্দিকুর রহমান।
সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৬ জন করোনা রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় আরো ৪৫ জন রোগী নতুন ভর্তি হয়েছে। এদের সেবা দিতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ৯৬০ জনের করোনা পরীক্ষা করা হয় এতে মোট ৩০৫ জন রোগী করনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ৩৬ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত ফরিদপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
সান নিউজ/ এসএ