নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ার শিববাড়িয়া নদী থেকে প্রায় ৫০ ফুট অভ্যন্তরে মাটির বাঁধ দিয়ে দখল করে চলছে জমজমাট বালুর ব্যবসা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীর দখলের এমন চিত্র প্রত্যক্ষ করার পরও কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ জেলেদের।
উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া নদী তীর দখল করে নির্মাণ করা হয়েছে বালু ব্যবসার ঘাট।
দখলকৃত এ নদীতীর ইতোমধ্যে এক পরিবহন ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন স্থানীয় বেল্লাল কোম্পানি। তার দাবী সরকারী খাস খতিয়ানের ভূমি বন্দোবস্ত পাওয়া মালিক পক্ষের কাছ থেকে ক্রয়সূত্রে নদীর ওই অংশের মালিক এখন তিনি।
স্থানীয় জেলেদের অভিযোগ, বেল্লাল কোম্পানি’র ডগের পাশেই এই নদী দখল করে ভাড়া দিয়েছেন তিনি। এতে নদীর পানির স্বাভাবিক প্রবাহে বাঁধাগ্রস্ত হওয়া সহ মাছ ধরা
ট্রলারসমূহ যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে নদীর ওই অংশ দিয়ে স্বাভাবিক ভাবে ট্রলার চলাচল করতে পারছে না।
নদীর তীর ভাড়া নেয়া হিমি পরিবহনের মালিক জাকির হোসেন বলেন, আমি বেল্লাল কোম্পানির কাছ থেকে এক লাখ টাকায় ভাড়া নিয়েছি।
দখলদার বেল্লাল কোম্পানি বলেন, আমি বৈধ কাগজ পত্র নিয়ে এখানে বালুর ব্যবসা করছি।
মহিপুর ইউনিয়ন তহশিলদার মো.আজিজুর রহমান জানান, নদীর মধ্যে অন্তত বিশ ফুট দখল করা হয়েছে। তবে কিভাবে নদীর মধ্যে বন্দোবস্ত পেয়েছে, আমি তা জানি না। কলাপাড়া সহকারী
কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল জানান, দখলদারদের দুই এক দিনের মধ্যে নদীর তীর ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সান নিউজ/এসএ