নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। গত ৬ দিন ধরে এই বিকল অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে করোনার নমুনা পরীক্ষার ঢাকায় পাঠাতে হচ্ছে ।
শুক্রবার (১৬ জুলাই) হাসপাতালে গিয়ে জানাগেছে,গত ৬দিন যাবত এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ৯৩৬টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সহস্রাধিক নমুনা র্যাপিড কিটসের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে করোনা আক্রান্ত রোগীরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের দায়িত্বরত কর্মকর্তা ও কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডা.রাফি আহমেদ ।
এদিকে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ৩৫১ টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২জনের। আজ শুক্রবারে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি আছে।আর এ পর্যন্ত জেলায় ২৯হাজার ৫৪৫ টি নমুনা পরীক্ষা করে ৬হাজার ৩৫০জনের শরীরে করোনা সনাক্ত হয়। এর মধ্যে মোট সুস্থ হয়েছে ৫হাজার ১০৮জন। আর এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৭৮জন।
সাননিউজ/ জেআই