নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় সাগর নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহ জালাল (২৬) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে এনে কোরবানির পশু বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে শাহজালাল প্রতি বছরের ন্যায় এবারও ফেনী আসেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শাহ জালালের গরুবোঝাই ট্রাক ফেনীর সাহেব বাজার অতিক্রম করার সময় স্থানীয় কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ভাগিনা কালাম) ট্রাকের পিছু নেন।
ট্রাকটি ফেনী গার্লস ক্যাডেট কলেজ পার হয়ে সৈয়দ নগরের শাহ জালালের চাচাতো ভাইয়ের বাসার সামনে পৌঁছালে ভাগিনা কালাম ও তার সহযোগীরা শাহ জালালকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার চিৎকার শুনে ঘর থেকে তার চাচাতো ভাই আল আমিন বের হলে তাকেও মারধর করা হয়।
আল আমিনের স্ত্রী সুমি বলেন, কাউন্সিলর কালামের পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নিলেও শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পুলিশ সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে শাহজালালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাননিউজ/এমএইচ