নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ভোরে টেকনাফের জাদিমুরা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিহত রোহিঙ্গা জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের ছেলে হাশেম উল্লাহ (৩৩)। কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, শুক্রবার ভোরে টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পায় র্যাব। পরে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি করেন। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাননিউজ/এমএইচ