নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে নিয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৮০ জন।
শুক্রবার ( ১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক।
করোনায় মারা যাওয়া তিনজল হলো- বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।
অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।
বগুড়ার সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৩টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১১৩ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় তিনজন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৫৭ জনের মধ্যে ৪৫ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৮ নমুনায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সদরের ১২৭,কাহালুর ২, নন্দীগ্রামের ৩, শেরপুরের ৯, ধুনটের ৪, গাবতলীর ৬, সারিয়াকান্দির ৮, সোনাতলার ২, শিবগঞ্জের ৫, দুপচাঁচিয়ার ৫, শাজাহানপুরের ৮, এবং আদমদীঘির একজন রয়েছে।
এ ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১১৭ জন। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন এবং ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২ হাজার ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সান নিউজ/এসএ