নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে করোনা কালিন সময়ে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে “কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গোপালগঞ্জসহ দেশ ব্যাপী এই কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।
এই পর্যন্ত গোপালগঞ্জে ১১টি পরিবার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিদরিদ্র শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল,তেল ১কেজি, ২কেজি আলু ১কেজি লবন, ১কেজি পিয়াজ ও ১টি সাবান। সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৫০জন সদস্য নিয়ে চলতি বছরের জানুয়ারী মাসে সংগঠনটি যাত্রা শুরু করে।
সদস্যদের অনুদান দিয়ে এই পর্যন্ত দরিদ্র পরিবারের ভরপোশনের জন্য ২১ ব্যক্তিকে রিক্সা, ভ্যানগাড়ী,সেলাই মেশিন,দোকানের মালামাল ক্রয়, ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়া দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।
তিনি আরও বলেন, আগামীতে দেশের বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত এলাকা বাছাই করে ফ্রি মেডিকেল, মফস্বল থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচী গ্রহন করা হবে।
সান নিউজ/এসএ