সারাদেশ
চট্টগ্রামের সিআরবি

হাসপাতাল না করতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফুসফুস খ্যাত কেন্দ্রীয় রেলওয়ে ভবন (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ না করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বরাবর দু’টি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম এন্ড ডিভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র পক্ষ থেকে একটি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম আর একটি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে নগরীর অন্য কোথাও হাসপাতাল করার দাবি জানানো হয়েছে।

এছাড়া নোটিশে সিআরবি এলাকাকে উন্মুক্ত স্থান হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি পরিবেশগত গুরুত্ব অনুধাবন করে শতবর্ষী গাছ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য এলাকাটিকে প্রচলিত আইন অনুযায়ী ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’, জাতীয় ঐতিহ্য, জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যগত স্থান ঘোষণা এবং শতবর্ষী গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব, রেল সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, রেলওয়ের মহাপরিচালক (ডিজি), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক, সরকারি-বেসরকারি অংশিদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী (সিইও), ট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে আগামি সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাতে নোটিসে বলা হয়েছে, ‘সিআরবি’র ৬ একর জমিতে ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ১০০ শয্যার মেডিকেল কলেজ নির্মাণে এক বেসরকারি কম্পানির সঙ্গে গত ১৮ মার্চ একটি চুক্তি করে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

অথচ এই ভবনটি ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশগত সংরক্ষিত এলাকা হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা তালিকায় রয়েছে। ফলে সিআরবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এছাড়া সিআরবি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করলে শতবর্ষী অনেক পুরোনো গাছ কাটতে হবে। এতে পরিবেশগত মারাত্মক প্রভাব পড়বে। তাই সিআরবিকে সংরক্ষণ করা জরুরী।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, চট্টগ্রামের ফুসফুসখ্যাত অপরূপ নৈসর্গিক অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপত্যকলা এবং ইতিহাস সমৃদ্ধ সিআরবি এলাকায় বাংলদেশ রেলওয়ের কর্মকর্তাদের স্বাস্থ্য নিশ্চত করার জন্য একটি হাতপাতাল থাকা সত্ত্বে আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ করা হলে পাহাড়-টিলা এবং অসংখ্য গাছ কাটা পড়বে, জীববৈচিত্র্য তার আবাস হারাবে, জনসাধারণের যাতায়াত বৃদ্ধি পাবে, লোক সমাগম হবে। এর ফলে সিআরবি অঞ্চল তার শত বছরের বৈশিষ্ট্য হারাবে এবং নির্জন এলাকাটি কোলাহলযুক্ত একটি ব্যস্ত অঞ্চলে পরিণত হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে চেয়ারম্যানের অপসারণ ও পূর্ণগঠনের দাবি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা পরিষদ খ...

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্র...

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ইয়াবাসহ আব্দুল হাল...

ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে ঢাকায়...

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হও...

রাজধানীতে রাতে লরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুট...

পলিথিনসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পল...

ফের মহাসড়কে শ্রমিক অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অ...

৩ দিনের মধ্যে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) নতুন ভোটারদের আঙুলের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা