নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মমেকে মারা যাওয়াদের মধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এ ছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬৩ জনের।
করোনায় মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাটের রিনা রানী (৫২), নেত্রকোনা সদর উপজেলার সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), একই জেলার সাতপাই উপজেলার নবনিতা সরকার (২৮), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮), জামালপুর সদর উপজেলার হাবিবুর রহমান (৬১) ও গাজীপুরের সাহিদা সুলতানা (৫১)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নুরজাহান বেগম (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চাঁন মিয়া (৬৫), ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), নেত্রকোনার সদর উপজেলার আব্দুল লতিফ (৭৫), শিউলী বেগম (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চাঁন মিয়া (৮০), শেরপুরের আব্দুল মজিদ (৬০), জামালপুরের এলাহি বক্স (৬০)।
সান নিউজ/এনএম