সারাদেশ

জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জীবন এবং জীবিকার কথা মাথায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। করোনা সংক্রমণ রোধে লকডাউন প্রয়োজন আবার শ্রমজীবি মানুষের জীবিকা নির্বাহের কাজ একেবারে বন্ধ করতে পারি না। তাই জীবন-জীবিকার সমন্বয় করতে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকট বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই চেতনাবোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বলে দেয়া হয়েছে অক্সিজেনের অভাবে কোনো রোগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে তৎপর থাকতে হবে। এখানে কী কী সমস্যা আছে সেগুলো চিহিৃত করে সমাধান করতে হবে। রোগীদের সর্ব্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।গ্রামাঞ্চলে, শহরে প্রত্যেকটা জায়গায় সবাই যাতে মাস্ক পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

কুষ্টিয়া করোনা রোগীদের চিকিৎসা জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি আছে উল্লেখ করে হানিফ বলেন, প্রয়োজনের চেয়ে অনেকক্ষেত্রে বেশি সরঞ্জামাদি আছে। আমাদের হাসপাতালে সাড়ে ছয়শ সিলিন্ডার আছে, ১৪৮টা বেডে সেন্ট্রাল অক্সিজেন লাইন টেনে রাখা হয়েছে। এছাড়া হাই ফ্লো নজেলাসহ সবকিছুই পর্যাপ্ত রাখা আছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ'র সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা