নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে সোমবার (১২ জুলাই) রাতে নিজের মা খাতিজা বেগমকে পেটে বুকে লাথি মেরে আহত করেন ছেলে সাজ্জাদুল হক শাওন (২২)। সেই রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগম মারা যান।
আজ বুধবার (১৪ জুলাই) সকালে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সাজ্জাদুল হক শাওনকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গ্রেফতারকৃত সাজ্জাদুল হক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সাদেক ও তার মা খাতিজা বেগমকে সে প্রায়ই নেশার টাকার জন্য মারপিট করত।
সোমবার রাতেও সে মাদকাসক্ত অবস্থায় ছিল। সেসময় মা খাতিজা বেগমকে ঘুমন্ত অবস্থায় ডেকে তুলে ৫০ টাকার জন্য জোরজবরদস্তি করতে থাকেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের পেটে বুকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন শাওন। এতে গুরুতর আহত মা খাতিজা বেগমকে হাসপাতালে নিলে গভীর রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) তার বাবা সাজ্জাদুল হক শাওনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন'। সাজ্জাদকে থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
সাননিউজ/ জেআই