নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেকর্ড ২৫ জন মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এটি হাসপাতালটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা সংক্রমণে মারা গেছেন ৭ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও ৪ জন।
সান নিউজ/এনএম