বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৩ জুলাই ২০২১ ১৪:১৫
সর্বশেষ আপডেট ১৩ জুলাই ২০২১ ১৪:১৫

ক্যাম্পাসের বাস বন্ধের সিদ্ধান্ত, রাবির প্রশাসন ভবনে তালা 

নিজস্ব প্রতিনিধি,রাবি: ক্যাম্পাসের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় প্রশাসন ভবনে তালা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে সেখানেই অবস্থান করছিলেন তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে বাড়ি যেতে পারছিলেন না সেকারণে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু গতকাল রাতে হঠাৎ বাসের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেন তারা।

এদিকে দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী। তিনি বলেন, প্রশাসনের এক সভায় তিনটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা সে বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং সব রুটে বাস দেয়ার দাবি জানান।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশে বাস ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে গতকাল সোমবার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন। ##


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা