নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর অক্সিজেন ব্যাংকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ।
আজ সোমবার বিকালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তাঁর অফিস কক্ষে গোপালগঞ্জ উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলামের হাতে এসব অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।
এসময় উদীচীর সহ-সভাপতি প্রসূন মণ্ডল, অমিতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, সম্পাদক মণ্ডলীর সদস্য নয়ন বিশ্বাস ও তন্ময় বাগচী তনুসহ
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ করোনা মহামারী মোকাবেলায় গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীকে দেয়ার জন্য পাঁচটি কনসেনট্রেটর পাঠিয়েছেন। সেসব মেশিন করোনা আক্রান্ত রোগীদের সেবায় উদীচীর হাতে তুলে দেয়া হলো।
আর উদীচী যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা খুবই মহৎ কাজ। শুধু উদীচীই নয় গোপালগঞ্জসহ দেশের ছোট বড় সকল সংগঠনকে এভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সকলের সম্মিলিত
প্রচেষ্টায় করোনাকে জয় করা সম্ভব হবে।
সাননিউজ/ জেআই