সারাদেশ

তরুণীর প্রিয় ‘কালো বাদশা’

নিজস্ব প্রতিনিধি,শরীয়তপুর: নাম রাখা হয়েছে ‘কালো বাদশা’। চলন-বলন, দেখতে কালো এবং দেশি খাবার খাওয়ানোর জন্য তার এই নাম । ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরাকান্দি গ্রামের তরুণী বিলকিস আক্তার আড়াই বছর ধরে লালন-পালন করে আসছেন।

আসন্ন ঈদুল আজহার হাটে এটি হবে অন্যতম চমক। বিলকিসের দাবি এ ষাড়টির ওজন ২৩ মণ, দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে দর-দামে বিক্রি করবেন। গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে এ জেলার লালনকৃত বিশাল আকৃতির ষাঁড়টি।

গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মীরাকান্দি গ্রামের বিলকিস আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, ২৫-৩০ জন মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন।

কালো বাদশা নামের ষাঁড়ের লালন-পালনকারী বিলকিস আক্তারের বড় ভাই মো. জাকির হোসেন ও মো. ফেরদাউস আহমেদ বলেন, ষাঁড়টির দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৬ ফুট। ৯২০ কেজি বা ২৩ মণ। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির নাম ‘কালো বাদশা’। কোরবানিতে এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

তারা বলেন, বোন প্রতিদিন সাধারণ গোখাদ্যের পাশা-পাশি ষাঁড়টিকে গোসল করান শ্যাম্পু দিয়ে। তার জন্য ২টি ফ্যান সবসময় চালু রাখা হয়েছে।

তারা জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে তাদের বাবা হাজী এসকান্দার ব্যাপারী কুষ্টিয়া জেলা থেকে এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে ষাঁড়টি কিনে আনেন। পরে তার বোন বিলকিস আক্তার ষাঁড়টি লালন-পালন করে। প্রয়োজন মতো খাবার ও পরিচর্যায় গরুর আকৃতি বাড়তে থাকে।

দিন দিন গরুটির ওজন বেড়ে ৯২০ কেজিতে এসে দাঁড়ায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন নিশ্চিত হওয়া গেছে। এ বছর গরুটি বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিন অনেক মানুষ এক নজর দেখার জন্য আসছেন বিলকিস আক্তারের বাড়িতে। কেউ সেলফিসহ ছবি তোলে আপলোড দিচ্ছেন ফেসবুকে।

ষাঁড়টিকে দেখতে আসা আবরান শিকদার বলেন, অনেক আগে থেকেই শুনে আসছি অনেক বড় একটি ষাঁড় লালন-পালন করে আসছেন মীরাকান্দি গ্রামে। তাই দেখতে আসলাম।

মীরাকান্দি গ্রামের মো. শাহীন বলেন, একজন মেয়ে হয়ে ষাঁড়টি লালন-পালন করেছে। বিলকিসকে ধন্যবাদ জানিই। আশা করি বাজারে ষাঁড়টির ভালো দাম পাবে।

ষাঁড়ের লালন-পালনকারী বিলকিস আক্তার বলেন, আদর করে ষাঁড়টির নাম রেখেছি ‘কালো বাদশা’। আমার খুব আদরের। যত্ন করে লালন-পালন করেছি। সে আমার পরিবারের সদস্যর মতো। তাকে কালো বাদশা বলে ডাকলে আমার দিকে তাকায়। আবার কান নারায়। ষাঁড়টি অনেক শান্ত প্রকৃতির। ষাঁড়টির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া ও ছোলা। সব মিলিয়ে দিনে ২০-২২ কেজি খাবার খায় গরুটি। খাবার কম খেলেও দিনে দিনে তার খাবারের চাহিদার পরিমাণ বেড়ে যায়।

বিলকিস আক্তার ষাঁড়টি জেলার সবচেয়ে বড় ওজনের ষাঁড় দাবি করে জানান, ৮ জুলাই পর্যন্ত কালো বাদশার ওজন ২৩ মণ। দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। তবে বাড়ি থেকে কেউ কিনতে চাইলে দর দাম করে বিক্রি করব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত&rsquo...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা