নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার কাছে প্রিয় ফুটবল দল ব্রাজিল হেরে যাওয়ায় শ্মশানে অবস্থান নেন কন্নু শেখ নামের এক ব্রাজিল সমর্থক।
অতঃপর আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা গিয়ে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনেন। এমন একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভিডিও ধারণকারী ও নিজের ফেসবুক আইডিতে পোস্টদাতা জাকারিয়া মাহমুদ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে। শ্মশানে অবস্থান নেওয়া ব্যক্তির নাম মো. কন্নু শেখ। তিনি উপজেলার পারকোলা গুচ্ছগ্রামের আবু বক্কর শেখের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ও সাবেক ফুটবলার।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন অন্ধ ভক্ত। প্রতিজ্ঞা করেছিলেন ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারলে টানা ৭ দিন সে শ্মশানে অবস্থান করবেন। এর পরিপ্রেক্ষিতেই রোববার (১১ জুলাই) সকালে খেলা শেষে তিনি পারকোলা শ্মশানে গিয়ে অবস্থান নেন। পরে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন।
যদিও ভিডিওটি ইতিমধ্যে ফেসবুকে ছাড়ার পর তার এমন সিদ্ধান্ত দেখে নানা রকম নেতিবাচক মন্তব্য করতে থাকেন অনেকেই। অনেকেই তার এমন কাজকে পাগলামি বলে আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে ফেসবুকে ভিডিও পোস্টদাতা শাহজাদপুরের একই এলাকার জাকারিয়া মাহমুদ বলেন, তিনি ঠিক করেছিলেন ফাইনালে ব্রাজিল হারলে ৭ দিন শ্মশানে অবস্থান করবেন। তার কথানুযায়ী সকালে জামাকাপড় নিয়ে শ্মশানে যান সেখানে ৭ দিন অবস্থান নেওয়ার জন্য। পরে আমরা প্রায় ২০ থেকে ২৫ জন গিয়ে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনি।
সাননিউজ/এএসএম