নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা সুমন হোসেন বাদশা কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কে দল থেকে বহিষ্কার করা হবে না, ২৪ ঘণ্টার মধ্য জবাব দেওয়ার জন্য কারণ দর্শানর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (১০জুলাই) সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন হোসেন বাদশা কাজির দিঘির পাড় স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও খিলবাইছা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেনকে স্থানীয় দালাল বাজারে সন্ধ্যায় লাঞ্ছিত করেন। এ খবর পাওয়ার সাথে সাথে তাথক্ষনিকভাবে জেলা যুবলীগের সভাপতি এ ব্যবস্থা গ্রহণ করেন। আর এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
জেলা যুবলীগ সভাপতি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখা একটি সুশৃঙ্খল সগঠন, যারা মানবতার জন্য কাজ করেন। বাদশা দুজন সম্মানিত শিক্ষককে লাঞ্ছিত করেন। তাই বিরুদ্ধে ২৪ ঘণ্টার বিরুদ্ধে উপযুক্ত জবাব না দিতে পারলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা ও টাকা লুটের অভিযোগ ওঠে সুমন হোসেন বাদশার বিরুদ্ধে। সে সময় বাদশা টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।
সাননিউজ/ জেআই