নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামায় বালুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (১১ জুলেই) দুপুরে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার বাসিন্দা শুভ দাশের স্ত্রী রূপসী দাশ (২০) ও গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে আহতরা হলেন- নিহত রূপসী মায়া দাশের মেয়ে অঙ্কিতা দাশ (৩) ও তার ননদ রেখা দাশ (২৭), কুমিল্লা সিটি করপোরেশনের ১নম্বর ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে জেলার ট্রাকচালক মো. জাহাঙ্গীর (৫০) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শহিদুল্লার ছেলে মাহিন্দ্রা চালক মো. সাগর (২৫)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুরে ওই এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে ঘটনাস্থলে দুইজন ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়।
বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানায়, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাননিউজ/এসএ