নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে শিল্পএলাকায় বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর, দোকান ও গাড়ি ভাংচুর করেছে। প্রতিদিন হাতির ভয়ে এলাকার বসবাসরতদের রাত কাটাতে হয় আতংকে। এভাবে প্রতিদিন পাশ্বর্বতী জঙ্গল হতে ২/১টি হাতি এসে এলাকায় প্রায়ই হামলা চালানোর ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।
রোববার (১১ জুলাই) ভোর ৪টা বাজে তালপট্টি এলাকায় ঘুমন্ত অবস্থায় সেলিম নামে একজন শ্রমিকের বসবাসরত ঘরটি বন্যহাতি তাণ্ডব চালিয়ে ভেঙে দেয়। সে সময় সেলিম ঘর থেক দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে জানান।
এছাড়া একইদিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস ও দরজা এবং বটতল এলাকার তোফাজ্জল এর দোকান ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন।
স্থানীয়রা জানায়, আমরা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে আতংকে থাকি। বন্যহাতির এ অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে বন বিভাগের প্রতি আবেদন জানান স্থানীয়রা।
সান নিউজ/এসএ