সারাদেশ

জাল সনদ বিক্রি, ৩ জনকে পুলিশে দিলেন হুইপ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা জালিয়াতি ও জাল সনদ বিক্রির অভিযোগে তিন কর্মচারীকে আটক করে পুলিশে।

শনিবার (১০ জুলাই) দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিংয়ে যোগদানের পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম হাতেনাতে তিন কর্মচারীকে ধরেন। পরে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তিনি। আটকরা হলেন- হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মচারী মামুনুর রশিদ (৩০), আশরাফুল ইসলাম রয়েল (৩২) ও আউট সোর্সে নিয়োগকৃত কর্মচারী মো. খোকন (৩৩) ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতেন। এ সুবাদে তারা করোনার নমুনা জালিয়াতি ও জাল সার্টিফিকেট বিক্রির সিন্ডিকেট তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানতে পারেন। শনিবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং শেষে প্রমাণসহ তিন কর্মচারীকে হাতে নাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা দিয়ে তাদের রোববার সকালে আদালতে তোলা হবে।

দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, এ তিন কর্মচারীর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।

মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নাদের হোসেন জানায়, যখনই বিদেশগামী বা কোনো চাকরিজীবীর করোনা নেগেটিভ সনদের প্রয়োজন হত তখনই এ সিন্ডিকেট করোনা নেগেটিভ সদস্যের স্যাম্পল সংগ্রহ করে বিদেশগামীর নাম দিয়ে পিসিআর ল্যাবে জমা দিতেন। পরে নেগেটিভ ফলাফল তুলে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, হাসপাতালে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। করোনাকালীন সময়ে করোনা স্যাম্পল জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত এ তিনজনকে পুলিশে তুলে দেয়া হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা