সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক অবৈধ দখলদার বেপরোয়া

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: অবৈধ দখলের প্রতিযোগিতা সরাইলের সর্বত্রই। সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে সরাইল-অরূয়াইল সড়কের দু’পাশে শুধু দখল আর দখল। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের কুট্রাপাড়া মোড় থেকে ধর্মতীর্থ এলাকা পর্যন্ত দু’পাশে দখলদাররা বেশী বেপরোয়া। কৌশল তাদের ভিন্ন। সামান্য বালু ফেলে। ছোট একটি ঠং দোকান দিয়ে।

ফুটপাতে কিছুদিন নামমাত্র কিছু বিক্রি করে। সরকারি জায়গায় টিন দিয়ে মসজিদ দাঁড় করায়। পরে বড় করে স্থায়ী ইমারত গড়ে তুলেন। মসজিদের উপর তলায় মার্কেট করার চিন্তা চলছে। জায়গা সরকারি জামানত ও ভাড়া নিচ্ছেন কিছু প্রভাবশালী দখলদার। দখলদারদের বিরুদ্ধে ইউএন’র কাছে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেন না। কারণ এসব দখলদারদের পেছনে সম্প্রতি কাজ করছে কিছু চিহ্নিত দালাল। প্রশাসনও নিরব। লাল কালির ক্রস চিহ্ন দিয়েও রহস্যজনক কারণে ব্যবস্থা নেই।

এমন শতশত দখলদারকে বহালতবিয়তে রেখেও প্রশাসনের টার্গেট এখন শুধু একটি ওজুখানা। আর সেই ওজুখানাটি হচ্ছে সড়কের পাশে ওয়াকফকৃত জায়গায় নির্মিত বায়তুল নুর জামে মসজিদের। অস্থায়ী এই ওজুখানাটিতে পাঁচ ওয়াক্ত শুধু মুসল্লিরাই ওজু করবে। এ ঘটনায় হতাশ হয়েছেন মুসল্লি সহ মসজিদ পরিচালনা কমিটির লোকজন। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহর ঘর মসজিদে যারা সিজদা দিতে ও এবাদত করতে আসবেন তারাই তো এখানে ওজু করবেন।

সরকারের প্রয়োজনে যখন জায়গা নিয়ে যাবেন তখন তো কারো আপত্তি থাকবে না। স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন এখন কার ইশারায় ও স্বার্থে প্রশাসন বাঁধা দিচ্ছে তা আমরা বুঝতে পারছিনা। সরজমিনে মুসল্লি ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সরাইল হাসপাতাল মোড়ের সরকারি খাল ও সওজের জায়গা আরো ২৫-৩০ বছর আগেই দখল করে বসে আছেন স্থানীয় কিছু প্রভাবশালী।

এ মোড় থেকে কালিকচ্ছের কলেজ মোড় পর্যন্ত পুরো খালটিই ভরাট করে নিয়েছে দখলদাররা। প্রত্যেকের প্রয়োজনে সওজের জায়গা ব্যবহারও করছেন। হাসপাতাল মোড়ে সওজের জায়গায় প্রথমে দু’চালা টিনের একটি মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদের ওপর ভর করেই শুরু হয় দখল প্রক্রিয়া। মসজিদের আশপাশে একাধিক দোকান ঘর করে জামানতের মাধ্যমে ভাড়া দেয়া হয়।

পরে গড়ে ওঠে ডিজিটাল হাসপাতাল। হাসপাতালের পূর্ব পাশের সিঁড়িটি পড়েছে সরকারি জায়গায়। আর পশ্চিম পাশে রয়েছে জেলা পরিষদের রাস্তা। যাহার বিএস দাগ নম্বর-১৪০৯৮, ১৪০৯৯ ও ১৪১০২। এই জায়গার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। এটি উত্তর দিকে গিয়ে আনন্দ মেডিকেলের সামনে দিয়ে পূর্ব দিকের সিএন্ডবি রাস্তার সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে দখলদারদের কবলে এ রাস্তাটি।

সাধারণ জনগণ চলাচল করতে পারছেন না। ডিজিটাল হাসপাতালের পেছনে এ রাস্তাটিতে টিনের লম্বা ঘর করে দোকান বানিয়ে ভাড়া দিয়ে টাকা কামাই করছেন হাসপাতাল মালিক ইউনুছ মিয়া। উপজেলা প্রশাসন একাধিকার ওই দোকান গুলোতে লাল কালির চিহ্ন দিয়েও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেননি। এখনও আছে সরকারি ভাবে দেওয়া সেই চিহ্ন।

জেলা প্রশাসকের প্রতিনিধি হয়েও নির্বাহী কর্মকর্তা বা এসিল্যান্ডরা কেন এ জায়গা উদ্ধারে পিছু হটছেন বারবার প্রশ্ন সাধারণ জনগণের। সরাইল হাসপাতালের উত্তর পাশের ১৪৫৫৪ দাগের জায়গাটি টিএন্ডটি অফিসের। দুই বছর আগে স্থানীয় ভূমি অফিসের কিছু লোকের সহায়তায় ব্যাক্তি মালিকানা ভূমিতে যাওয়ার জন্য ২শত মিটার রাস্তা তৈরি করে ফেলে। অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান আসলেই স্থানীয় কতিপয় চামচা ও সওজের এক কর্মচারীর মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে হাসপাতালের সিঁড়িটি ভাঙ্গন থেকে রক্ষা করেন।

সিঁড়িটি সরকারি জায়গায় এরপরও ভাঙ্গা হচ্ছে না কেন? এমন প্রশ্ন করায় হাসপাতাল মোড় রণ ক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনাও ঘটেছে। সম্প্রতি সরকারি জায়গার ওই মসজিদটির ভেতরে পিলার নির্মাণ করে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। কাজ গুলো করা হয়েছে রাতের বেলা। উদ্দেশ্য মসজিদের উপরে মার্কেট নির্মাণ করে বাণিজ্য করা। মসজিদটি শুরু থেকেই উনার পারিবারিক বা মুঠোর ভেতরের পছন্দের লোকজনের সমন্বয়ে পরিচালনা কমিটি গঠন করে আসছেন।

এ ছাড়া গাছের গোল কাঠ বাঁশ ও বিভিন্ন ধরণের দোকানপাট করে সড়কের দু’পাশ দখল করে আছেন দখলদাররা। সরাইল-অরূয়াইল সড়কের দু’পাশেও একই চিত্র। এসব দখল নিয়ে বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। কোথায় প্রশাসন তো কোন ব্যবস্থা নেয়নি? কেন এবং কার ইন্ধনে এখন ওজুখানা ভেঙ্গে ফেলার কথা বলছেন প্রশাসন। শতশত মুসল্লি ও স্থানীয় লোকজনের দাবী মসজিদের ওজুখানাটি যেন ভাঙ্গা না হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন শুধু মসজিদের অজুখানাটি নয় আমাদের কাছে আরো অনেক অভিযোগ আছে আমরা সব সরকারি জায়গা অবৈধ দখল থেকে মুক্ত করব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

ওজন কমাবে যেসব ফল খেলে

লাইফস্টাইল ডেস্ক: ফল খাওয়ার মানে হলো পুষ্টির পাওয়ার পাশাপাশি...

শপথ নিলেন সিইসি ও কমিশনার

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

পর্তুগাল সফরে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র বিষয়ক...

বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা