নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১০ জুলাই) জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ।
তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে জেলা শহরসহ ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে মোট ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ সাধারণ মানুষ যাতে মেনে চলেন তার জন্য আগামী দিনগুলোতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
সাননিউজ/ জেআই