রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৯ জুলাই ২০২১ ২১:১৭
সর্বশেষ আপডেট ৯ জুলাই ২০২১ ২১:১৭

বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে ৯৩ মামলা 

চট্টগ্রাম প্রতিনিধি: লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে শুক্রবার (৯ জুলাই) নগরীতে ৯৩টি মামলা করেছে। এ সময় আর্থিক জরিমানাও করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, লক ডাউন চলাকালে বিধি-নিষেধ মানা হচ্ছে কিনা যাচাইয়ের লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকার-ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০টি মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর কে সি দে রোড, লালদিঘি, জেল রোড, বান্ডেল রোড, ব্রিকফিল্ড রোড, পাথরঘাটা, কবি নজরুল ইসলাম রোডসহ বিভিন্ন এলাকায় করোনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ টি মামলা রুজুপূর্বক ১৩ ব্যক্তিকে ১ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণ মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চসিক ও জেলা প্রশাসন জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমঅর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা