নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: গোপালগঞ্জে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে গত ৮ দিনে ভ্রামাম্যণ আদালত অভিযান চালিয়ে ২৬৪ জনকে অর্থদণ্ড করেছেন। ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৬৪ জনের কাছে থেকে ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে গোপালগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মানুষ নানা অজুহাতে ঘর থেকে বাইরে বের হচ্ছে। অনেকেই আবার আড্ডা দিচ্ছে অলিগলিতে। লকডাউনের ৯ম দিন আজ শুক্রবার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শহর থেকে শুরু করে সড়ক-মহাসড়ক ও উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যারা বিধিনিষেধ ভঙ্গ করছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। গত আট জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ২৬৪ জনকে ১লক্ষ ৬৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সাননিউজ/ জেআই