নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ জনে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ ।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, মৃত তিনজন হলেন নওগাঁ সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৫০), রাণীনগর উপজেলার মকবুল (৬৫) ও আত্রাই উপজেলার আতোয়ার (৮৫)।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ২৪ ঘণ্টায় ২১৮ নমুনা পরীক্ষায় একই জেলায় নতুন করে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন ৪১ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৪১ জন।
তিনি আরও বলেন, আরটিপিসিআর থেকে ১১৭ নমুনার বিপরীতে ২০ জন এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১০১ নমুনার বিপরীতে ২১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ১০ জন, মান্দার ৩ জন,পত্নীতলার ৩ জন, মহাদেবপুরের ৫ জন, বদলগাছীর ৭ জন, রানীনগরের ৪ জনপোরশার ১ জন, সাপাহারে ৫ জন, ও আত্রাইয়ের ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সান নিউজ/এসএ