নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় ফুটবল তুলতে গিয়ে গোমতী নদীতে নিখোঁজের দুইদিন পর জিহাদের (১৪) মরদেহ উদ্ধার।
শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে গোমতী নদীর চত্রখিল এলাকায় মরদেহ ভেসে উঠে।
স্থানীয়রা জানায়, মরদেহটি ভেসে উঠলে এলাকায় বাসিরা স্বজনদের খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। জিহাদ কুমিল্লা শহরতলীর শুভপুর পুরাতন সর্দার বাড়ির আলমগীর হোসেনের ছোট ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বদিউজ্জামান বলেন, জিহাদ পানিতে তলিয়ে গেলে কুমিল্লা ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে ডুবুরি দল এনে প্রথম দিন সাড়ে তিনঘণ্টা অভিযান চালানো হয়। পরদিন সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে তাকে না পেয়ে দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
জানা যায়, বুধবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে জিহাদ গোমতী নদীর পাড়ে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে বলটি উঠাতে যায়। এসময় পানিতে তলিয়ে যায় জিহাদ।
সাননিউজ/ এসএ