নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী এলাকা থেকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মুক্তার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়িতে। সেখানে আবার তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পুলিশি হেফাজতে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, এক পল্লী চিকিৎসককে মারধরের পর তার করা মামলায় ৭ জুলাই পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র মুক্তার আলী পালিয়ে যান। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন মুক্তার আলী।
সান নিউজ/এসএম