রাঙামাটি প্রতিনিধ: জেলার কাপ্তাই উপজেলায় জেএসএস সন্তু গ্রুফের সঙ্গে এমএনপি গ্রুপের গুলিবিনিময় হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।
উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযর্ন্ত দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল জনসংহতি সমিতির সন্ত্রাসী গ্রুপের সঙ্গে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) সন্ত্রাসী গ্রুপের সঙ্গে দফায় দফায় গুলিবিনিময় হয়। খবর পেয়ে কাপ্তাই জোনের পানছড়ি (টিওসি) থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়, কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। গুলিতে নিহত ব্যক্তি কোনো দলের এবং কি নাম তা এখনো শনাক্ত করা যায়নি।
সান নিউজ/এমআর