নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের তামাবিল সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে এক শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দেড় কিলোমিটার ভেতর থেকে তাদের গ্রেফতার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
গ্রেফতারকৃতরা হলেন, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে তিন বছরের এক শিশু। শিশুটির পাসপোর্টে জাতীয়তা নাইজেরিয়ান উল্লেখ থাকলেও ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নয়াদিল্লী।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদের গোয়াইনঘাট থানাপুলিশে হস্তান্তর করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৯টি মোবাইলফোন, তিনটি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি ইন্ডিয়ান আধার কার্ড, একটি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
সাননিউজ/ এসএ