নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনকে কার্যকরে জেলা প্রশাসন ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব‑১৫ এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বান্দরবান শহরের পশ্চিম বালাঘাটা বেতার কেন্দ্র এলাকায় এই ভ্রমমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়েসউর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বান্দরবান র্যাব‑১৫ সদস্যরা।
ভ্রমমাণ আদালতের অভিযানে করোনা মহামারী পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে বাহিরে ঘোরাফেরা করার অপরাধে মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ির আরোহীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২.১ ও বিভিন্ন ধারায় জরিমানা আদায় ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, কঠোর লকডাউনের ভেতরেও বান্দরবানে একসপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যায়। বান্দরবানের ৭টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৯ জন। আক্রান্তদের মধ্যে ২৬ জন বান্দরবান সদর উপজেলায়, ১ জন রুমা, ১ জন থানচি, ৬ জন লামা ও বাকি পাঁচজন ৫ জনের বাড়ির জেলার মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা তথ্যমতে এ পর্যন্ত ৭ হাজার ৯ শত ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ১ শত ৯৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৬ জন রোগী। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
সাননিউজ/ জেআই