নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে স্টাইল ক্রাফট লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এসময় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, মার্চ থেকে বেতন বকেয়া রয়েছে। তার মতো অনেক কর্মকর্তার কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের একাধিক তারিখ দিলেও পরিশোধ করেনি। সর্বশেষ ৭ জুলাই তাদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেদিন বেতন দেয়নি। বৃহস্পতিবার সকালে আবারও কর্মকর্তারা তাদের বকেয়া বেতন দাবি করলে তা পরিশোধ না করে কর্তৃপক্ষ আবার ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের তারিখ ঘোষণা করে।
এতে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে তারা পাশের গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। শুধু এ বছরের নয়, কারও কারও গত বছরেরও কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। একই সমস্যা শ্রমিকদের বেতন নিয়েও। এ সময় তাদের দাবির সঙ্গে কারখানার কিছু শ্রমিকও একাত্মতা ঘোষণা করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, বৃহস্পতিবার সকলে কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা কাজে যোগদান করেন। এর কিছুক্ষণ পরই কারখানার ৬০০-৭০০ কর্মকর্তা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কারখানার মালিক সেখানে আসলে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে কারখানা চত্বরে নেয়া হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুজাউদ্দিন আহমদ জানান, কারখানার ৬০০-৭০০ জন কর্মকর্তার কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হলেও করোনার কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। তাই ১৫ জুলাই তা পরিশোধের আশ্বাস দিলে তারা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।
সাননিউজ/এমএইচ