নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (৮ জুলাই) তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও তাদের মেয়ে ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম (৩)।
পুলিশ জানিয়েছে, তাদের পাসপোর্ট ও ভিসা সবই রয়েছে। তবে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, গোয়েন্দা সংস্থা তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের একটি শিশুসন্তান রয়েছে। পাসপোর্ট ও ভিসা রয়েছে তাদের। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সান নিউজ/এসএম