নিজস্ব প্রতিনিধি, জামালপুর :জামালপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ২৫.৭২ শতাংশ থেকে নেমে ১৮.১৮ হয়েছে। যা গতকালের তুলনায় আজ ৭.৫৪ শতাংশ কম। নতুন করে একদিনে ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৭৫টি নমুনা পরীক্ষায় জেনারেল হাসপাতালে এক নার্সসহ ৫০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হয়েছে- সদরে ২৭, সরিষাবাড়ি ৩,বকশিগঞ্জে ৪, মাদারগঞ্জে ৮,দেওয়ানগঞ্জে ১,ইসলামপুরে ১ মেলান্দহে ৬ জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২৬৮ জন, মোট সুস্থ ২৬১৯ জন, মোট মৃত্যু ৬৯ জন। রেফার্ড করা হয়েছে ৪১ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫৫৬ জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে জামালপুর কোভিড ইউনিটে ১৮ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ও ঢাকায় ২ জন।
সান নিউজ/এসএ