নিজস্ব প্রতিনিধি, বগুড়া : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় চারজন ও উপসর্গে পাঁচজন এবং টিএমএসএস হাসপাতালে করোনায় একজন ও মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গে ছয়জন মারা যান।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, করোনায় মারা যাওয়া পাঁচজন হলেন- পাবনা জেলার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) এবং শেরপুরের হোসনে আরা (৭৫)।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬১৫টি নমুনা পরীক্ষায় জেলায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৮৮ জন, সারিয়াকান্দির ছয়জন, শিবগঞ্জের দুজন, আদমদীঘির ছয়জন, দুপচাঁচিয়ার ছয়জন, কাহালুর দুজন, নন্দীগ্রামের ১৬ জন, শেরপুরের সাতজন, ধুনটের সাতজন, গাবতলীর চারজন এবং শাজাহানপুরের ১০ জন রয়েছেন।
সাননিউজ/এমএইচ