সারাদেশ

কয়েক ঘণ্টা ব্যবধানে যমজ দুই বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার পৌর এলাকার কালীতলা এলাকায় হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে যমজ দুইবোন স্বর্ণা (১৭) ও সম্পা (১৭)। মঙ্গলবার (৬ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

একই খাবার খেয়ে তাদের মা সাবিনা ইয়াসমিন ও খালাতো ভাই সিফাত চাঁপাইননবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বর্ণা ও সম্পা নবাবগঞ্জ পৌর এলাকার কালীতলা এলাকার সাদিকুল ইসলাম রবির মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৫ জুলাই) রাতে পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই ও পরোটা কিনে পরিবারের সবাই খায়। এগুলো খেয়ে সাবিনা ইয়াসমিন, স্বর্ণা, সম্পা এবং সিফাত অসুস্থ্ হয়ে পড়েন। এরপর চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসেন তারা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়িতেই স্বর্ণার মৃত্যু হয়। সম্পা গুরুত্ব অসুস্থ হলে আবারও ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর দেড়টার দিকে পথে তারও মৃত্যু হয়।

জানা গেছে, নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত দুই বোন।

সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান বলেন, যমজ দুই বোনের মৃত্যু খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে আর কেউ অসুস্থ্ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন আসলেই তার দোকান থেকে মোগলাই পরাটা কিনেছে কি না।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাদিম সরকার বলেন, পরিবারটি দাবি করছে চারজনই পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই ধারণা করছি, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা