চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার পৌর এলাকার কালীতলা এলাকায় হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে যমজ দুইবোন স্বর্ণা (১৭) ও সম্পা (১৭)। মঙ্গলবার (৬ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।
একই খাবার খেয়ে তাদের মা সাবিনা ইয়াসমিন ও খালাতো ভাই সিফাত চাঁপাইননবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বর্ণা ও সম্পা নবাবগঞ্জ পৌর এলাকার কালীতলা এলাকার সাদিকুল ইসলাম রবির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৫ জুলাই) রাতে পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই ও পরোটা কিনে পরিবারের সবাই খায়। এগুলো খেয়ে সাবিনা ইয়াসমিন, স্বর্ণা, সম্পা এবং সিফাত অসুস্থ্ হয়ে পড়েন। এরপর চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসেন তারা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়িতেই স্বর্ণার মৃত্যু হয়। সম্পা গুরুত্ব অসুস্থ হলে আবারও ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর দেড়টার দিকে পথে তারও মৃত্যু হয়।
জানা গেছে, নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত দুই বোন।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান বলেন, যমজ দুই বোনের মৃত্যু খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে আর কেউ অসুস্থ্ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন আসলেই তার দোকান থেকে মোগলাই পরাটা কিনেছে কি না।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাদিম সরকার বলেন, পরিবারটি দাবি করছে চারজনই পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই ধারণা করছি, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে। পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
সান নিউজ/এমআর