নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৬ ও আক্রান্ত ১৩ হাজার ১৪২ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে ১৯৪ নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ২৪ জন, কালীগঞ্জে ৩ জন, কালিয়াকৈরে ২৫ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুরে ৯ জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯২ হাজার ৬৩৮ নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৪৪৪ জন, কালীগঞ্জে ৯১৭ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৪৪, কাপাসিয়ায় ৮৫৫ ও শ্রীপুরে ১ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বলেন, তবে এ পর্যন্ত জেলায় নতুন তিনজনসহ ২৫৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৮৩ জন।
সাননিউজ/এসএ