নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার দাউদনগর বাজার, সুতাংবাজার ও বাছিরগঞ্জ বাজারে সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না এবং সরকারি নির্দেশনা অমান্য করছেন। এসব অপরাধে শায়েস্তাগঞ্জে কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলা দেয়া হয়েছে। এসব মামলায় তিন হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বলেন, ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কয়েকজন অসহায়, দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
সাননিউজ/এসএ