নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৮৮ পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ ক্যাম্পে ৫জন সামরিক ও বেসামরিক ডাক্তার টুঙ্গিপাড়া উপজেলার ২৫০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে দেড়শ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাননিউজ/ জেআই