নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ: করোনা মহামারির মধ্যে গোপালগঞ্জে অক্সিজেন সংকট দেখা দিলে ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে মাঠে নেমেছে একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “গোপালগঞ্জ বন্ধু মহল”। গোপালগঞ্জের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে এই সামাজিক সংঘঠনটি ।
মঙ্গলবার (৬ জুলাই) প্রাথমিক পর্যায়ে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রম শুর করেছে। এর মধ্যে জেলার চার উপজেলায় ২টি করে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও বাকী ১৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গোপালগঞ্জ জেলা সদরসহ সদর উপজেলার সাধারণ মানুষকে সেবা দেয়া হবে।
গোপালগঞ্জ উদীচী কার্যালয়ের সমানে এ অক্সিজেন সেবার অনুষ্ঠান উদ্বোধন করেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ বন্ধু মহল এর সদস্য গাজী তুষার আহম্মেদ বাঘা, নার্গিস সুলতানা, শাহনাজ নাজনীন বাবলী, মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/ জেআই