এক মেয়েকে পছন্দ করেন দুই যুবক। এ নিয়ে চলতে থাকে বিরোধ। রোববার (৪ জুলাই) রাতে দুই যুবক ছুরি নিয়ে উভয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে একজন খুন হয়েছেন। অপরজন হাসপাতালে। যশোর শহরের মালগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন মালগ্রাম দক্ষিণপাড়ার টুলু প্রামাণিকের ছেলে। পেশায় ইটভাঙার শ্রমিক ছিলেন। সাব্বির হোসেন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইলেক্ট্রনিকের কাজ করেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এক মেয়েকে পছন্দ করতেন জোবায়ের। ওই মেয়েকে পছন্দ করেন সাব্বিরও। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে এলাকার সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনে রাস্তার ওপরে সাব্বির ও জোবায়েরের মধ্যে মারামারি হয়। এ সময় তারা একে অপরকে ছুরিকাঘাত করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, মালগ্রামের একটি মেয়েকে পছন্দ করা নিয়ে জোবায়ের ও সাব্বির নামের দুই যুবকের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে রোববার রাতে প্রথমে সাব্বিরকে ছুরিকাহত করা হয়। পরে তার সহযোগীরা জোবায়েরের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
সান নিউজ/এমআর