নিজস্ব প্রতিনিধি, জামালপুর: সান নিউজে 'খাবার নেই, সাহায্য চায় যৌনকর্মীরা' শিরোনামে সংবাদ প্রকাশ হলে নড়ে-চড়ে বসেন জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা।
সোমবার (৫ জুলাই) বিকালে ত্রাণসামগ্রী নিয়ে ছুটে যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার আরিফুল ইসলাম, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ফজলুর রহমান ও বিজু আহমেদ।
জেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক যৌনকর্মীর হাতে ত্রাণ তুলে দেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। এসময় তিনি বলেন, আপনার কেউ না খেয়ে থাকবেন না। আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী আপনাদের দেওয়া হলো। এরপর ঈদের আগে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাবেন।
পৌর মেয়র রানীগঞ্জ যৌনপল্লী বাড়িওয়ালাদের উদ্দেশে আরো বলেন, করোনাকালে যৌনকর্মীদের আয় রোজগার নেই। তাই আপনারা বাড়িভাড়া নেবেন না। অন্যাথায় পৌরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ত্রাণ পেয়ে খুশির ঝিলিক যৌনকর্মীদের চোখে মুখে।
সাননিউজ/জেআই