নিজস্ব প্রতিনিধি,নরসিংদী: বাংলাদেশ সেনাবহিনীর নবম পদাতিক ডিভিশনের ৯ম আর্টিলারির ব্রিগেডিয়ার কমান্ডার ব্রি. জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সে জন্যে সরকার ঘোষিত কঠোর লকডাউন কর্মসূচি সকলকেই মেনে চলতে হবে। এছাড়া আমাদেরও নিজেদের প্রয়োজনেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সোমবার (৫ জুলাই) দুপুরে নরসিংদীর পৌরসভা মোড় ও বড়বাজার এলাকায় করোনা পরিস্থিতিতে লকডাউন কার্যক্রম পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
আবু নইম মোহাম্মদ মারুফ খান, লে. কর্ণেল গাজী আব্দুস সালাম, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, মেজর কামরুল ইসলাম, সদর এসিল্যান্ড শাহ আলম মিয়া ও বড়বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ। এর আগে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় জেলা প্রশাসক, নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৭ম ফিল্ড আর্টিলারীর অধিনায়ক লে.কর্ণেল আব্দুস সালাম, পুলিশ সুপার, বিভিন্ন সেনা কর্মকর্তা, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রেসক্লাব সভপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সাননিউজ/জেআই