সারাদেশ

বিশ্বে সবচেয়ে ছোট গরু সাভারে

নিজস্ব প্রতিনিধি, সাভার : বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে ঢাকার সাভারের আশুলিয়ায়। গিনেস বুক রেকর্ডসে স্থান করে নেয়া ভারতের কেরালা রাজ্যে যে ছোট গরুটি রয়েছে তার চেয়েও আকারে এবং ওজনে ছোট গরুটি রয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। বিশ্ব রেকর্ডে জায়গা পেতে গরুটির মালিক এরইমধ্যে আবেদন করেছেন।

গিনেস বুকের সবশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ৪০ কেজি।

এবার বাংলাদেশের সাভার আশুলিয়ার চারিগ্রাম গ্রামে পাওয়া গেছে এরচেয়েও কম ওজন এবং উচ্চতার গরু। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির বয়স এখন ২ বছর। শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই গরুটির মালিক। গরুটির নাম দেয়া হয়েছে রানী।

শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ২ জুলাই আমরা গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তারা আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছেন। তাদের কিছু নিজস্ব প্রক্রিয়া আছে তা যাচাই-বাছাই করে আগামী ৯০ দিনের মধ্যে তারা পরবর্তী কার্যক্রম শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন।

রানীর ওজন এখন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। দাঁতও আছে। কোরবানি দেয়ার উপযুক্ত হলেও রানীকে দেখে তা বোঝার উপায় নেই। পশু চিকিৎসকরা বলছেন, ছোট্ট গরুটি পুরোপুরি সুস্থ্য। তবে উচ্চতা এবং ওজন আর বাড়ার আর সম্ভাবনা নেই।

ভেটেরিনারি চিকিৎসক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, আমি অনেকদিন থেকেই গরুটিকে নিবিড় পর্যবেক্ষন করেছি। একজন পশু চিকিৎসক হিসেবে আমার যে পর্যবেক্ষন তাতে এই গরু আর বাড়বে না। প্রজনন ক্ষমতা থাকলেও অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে গরুটির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

গরুটিকে বিশ্ব রেকর্ডে স্থান দিতে এরই মধ্যে গিনেজ বুক কর্তৃপক্ষর কাছে আবেদন করেছে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা