সারাদেশ

ভোলায় স্পিডবোট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি,ভোলা: দ্বীপ জেলা ভোলার সাথে সহজ যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। এ নৌপথেই ভোলার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ভোলা থেকে ছোট ছোট লঞ্চ প্রতিদিন ভোলা-বরিশাল নৌপথে চলাচল করে আসছে। এ লঞ্চেই রুটি বিক্রি করতেন আলাউদ্দিন। রুটি বিক্রি ছেড়ে যোগদেন লঞ্চঘাটের লেবার হিসেবে।

এ কাজও বেশীদিন করতে হয়নি আলাউদ্দিনকে। ঘাটের লেবারী করার ফাঁকে ছোট একটি স্পিডবোট কিনে ভোলা-বরিশাল নৌপথে যাত্রী পারাপার। এ থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলাউদ্দিনকে। ইতোমধ্যে বরিশালের লঞ্চগুলো ঘাট পরিবর্তন করে চলে ভেদুরিয়া ঘাটে। এ সুযোগটিই কাজে লাগায় আলাউদ্দিন। নিজেকে স্পিডবোট মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে শুরু হয় আলাউদ্দিনের ইয়াবা বিক্রিসহ নানা অপকর্ম।

আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ ঘাট দিয়ে চট্টগ্রাম থেকে আসা বড় বড় ইয়াবার চালানগুলো নির্বিঘ্নে বরিশাল যেতে সহায়তা করতেন। এক সময় সে নিজেই ইয়াবা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। এ থেকে অল্প কয় বছরের ব্যবধানে লঞ্চে রুটি বিক্রেতা ও ঘাটের লেবার থেকে হয়ে উঠেন কোটিপতি। একে একে আলাউদ্দিন ১৫ বছর ধর ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি পদ দখল করে নিজের ইচ্ছেমত মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন।

আলাউদ্দিন নিজের পাঁচটি বোটের বিপরীতে ২৭টি সিরিয়াল পরিচালনা করতেন। কোনো মালিক এর প্রতিবাদ করলে নানাবিধ হয়রানি করতো আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। এ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এত দিন লোকমুখে আলাউদ্দিনের ইয়াবা সেবন ও বিক্রির কথা প্রচলিত থাকলেও এই ভিডিও প্রকাশের মাধ্যমে তা সকলের নিকট স্পষ্ট হয়ে যায়। আর এর পর থেকেই আলাউদ্দিন গাঢাকা দেয়।

স্পিডবোট মালিকগন মোসলেউদ্দিন, ডালিম, সোহেল, হেলালাসহ স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, আলাউদ্দিন অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাওয়ায় ঘাটে কাউকেই পাত্তা দিতেন না। তার নিজের ইচ্ছেমত চলতো ভেদুরিয়া ঘাট। মানুষকে জিম্মি করে টাকা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াতেন আলাউদ্দিন। কোনো মালিকের কথাই সে পাত্তা দিতো না।

ঘাটের সমিতির সম্পাদক ডালিমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, আলাউদ্দিন তার ম্যানেজার রাজীব দীর্ঘ কয়েক বছর ধরে স্পিডবোডের মাধ্যমে বরিশাল থেকে ভোলায় বিভিন্ন ধরনের মাদক আনার নেয়ার কাজে করে আসছেন। রাজিব স্থানীয় ভেদুরিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুন গাজীর ছেলে। রাজিব দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

এ ব্যাপারে ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলাউদ্দিন এবং তার আত্মীয়ের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক প্রকাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে।

পুলিশ সুপার সরকার মো. কায়সার সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি অচিরেই তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সরব বাংলাদেশ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ৭ এপ্রিল ২০২৫। ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দে...

তুচ্ছ ঘটনায় রাজবাড়ীতে কিশোর হত্যা,খুনের রহস্য উদঘাটন

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামে বালু উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা