নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩ জুলাই) র্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান এমন তথ্য নিশ্চিত করেন।
র্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। যানবাহন চলাচলের সময় সন্দেহভাজন একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-২৪-৩২৩৮) আটকিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাক থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল রানা (২৫) ও মো.রুহুল আমিন সুজনকে(২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বাড়ী টাঙ্গাইল জেলায়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ট্রাকে বহন করে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া হত। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, র্যাব বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাননিউজ/জেআই